Problem Description here Problem: এটি মূলত ইন্টারভাল ডিপির একটি প্রব্লেম। এই প্রব্লেমে দুইজন প্লেয়ার একটি গেম খেলবে। গেমটা হচ্ছে, n সাইজের একটি অ্যারে দেয়া আছে। প্রতি চালে একজন প্লেয়ার অ্যারের সর্ববামের অথবা সর্বডানের ভ্যালুটা নিবে এবং সেটি অ্যারে থেকে বাদ দিবে। ১ম প্লেয়ার এর মোট স্কোর X এবং ২য় প্লেয়ার এর মোট স্কোর Y হলে, ১ম প্লেয়ার চাইবে X-Y ম্যাক্সিমাইজ করতে এবং ২য় প্লেয়ার চাইবে X-Y মিনিমাইজ করতে। ২জন প্লেয়ার অপ্টিমালি খেলবে। উল্লেখ্য যে, ১ম চাল ১ম প্লেয়ার এর, ২য় চাল ২য় প্লেয়ার, ৩য় চাল ১ম প্লেয়ার, ৪র্থ চাল ২য় প্লেয়ার এভাবে চলবে। Recursive Solution: ১) এই প্রব্লেমে প্রথম প্লেয়ার এর টার্গেট হচ্ছে X-Y ম্যাক্সিমাইজ করা এবং ২য় প্লেয়ার এর টার্গেট হচ্ছে X-Y মিনিমাইজ করা। ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে, এর মানে হচ্ছে উভয় প্লেয়ার চায় তার নিজের স্কোর যতোটা সম্ভব বাড়াতে। ২) কিন্তু, আমরা একই সাথে উভয় প্লেয়ার এর স্কোর নিয়ে কাজ করতে পারি না। তাহলে উপায়? আরেকটি ব্যাপার কি লক্ষ্য করেছো? অ্যারের যেসব ভ্যালু ১ম প্লেয়ার নিবে না সেগুলো অবশ্যই ২য় প্লেয়ার নিবে! তাহলে, ব্য...
Comments
Post a Comment