Minimum Sub-Array Sum

Problem:

এই প্রব্লেমে আমাকে একটি অ্যারে দেয়া থাকবে। ঐ অ্যারের এমন একটি সাব-অ্যারে নির্বাচন করতে হবে যার সংখ্যাগুলোর যোগফল সর্বনিম্ন হয়। 

Solution:

Maximum Sub-Array Sum এই পর্বটি পড়ে থাকলে এই প্রব্লেম সলভ করা খুবই সহজ। কীভাবে?

১) অ্যারের প্রতিটি সংখ্যার সাথে -১ গুণ করবো। অর্থাৎ, পজিটিভ সংখ্যাগুলোকে নেগেটিভ বানাবো আর নেগেটিভ গুলোকে পজিটিভ। 

২) তারপর, পরিবর্তিত এই অ্যারের Maximum Sub-Array Sum ক্যালকুলেট করবো।

৩) প্রাপ্ত রেজাল্ট কে -১ দ্বারা গুণ করবো। কাজ শেষ 😛

Comments

Trending Post

At Coder Educational DP-A | DP Series(Episode-1)

At Coder Educational DP-B | DP Series(Episode-2)