SPOJ - Longest Palindromic Substring

 Problem Description here


Problem: একটি স্ট্রিং দেয়া থাকবে ঐ স্ট্রিং এর সর্বোচ্চ কত লেন্থ এর একটি সাবস্ট্রিং নির্বাচন করা সম্ভব যা একটি প্যালিন্ড্রোম। 


Solution:

এই প্রব্লেমে স্ট্রিং এর দৈর্ঘ্য যদি ১০০০ এর আশেপাশে হয়, সেক্ষেত্রে এই প্রব্লেম এর একটি ডিপি সল্যুশন সম্ভব যা আমি পূর্বের এই পর্বে আলোচনা করেছিলাম। কিন্তু, স্ট্রিং এর দৈর্ঘ্য ১০০০০০ এর মতো হলে আর পূর্বের সল্যুশন কাজ করবে না। সেক্ষেত্রে, আমাদের স্ট্রিং হ্যাশিং দিয়া চিন্তা করতে হবে! 

১) স্ট্রিং টি র সম্ভাব্য সকল প্রিফিক্স এর হ্যাশ ভ্যালু আমাকে প্রিক্যালকুলেট করে রাখতে হবে। 

২) স্ট্রিং টি র সম্ভাব্য সকল সাফিক্স এর হ্যাশ ভ্যালু প্রিক্যালকুলেট করে রাখতে হবে। 

৩) এখন, আমরা জানি সকল প্যালিন্ড্রোম এর সেন্টার পয়েন্ট থাকলে। প্যালিন্ড্রোম এর লেন্থ বিজোড় হলে সেন্টার ১টি। লেন্থ জোড় হলে সেন্টার ২টি। 

৪) প্রতি পজিশন (জোড় লেন্থ এর জন্য দুটি এডজাসেন্ট পজিশন) কে প্যালিন্ড্রোম এর সেন্টার ধরে সর্বোচ্চ কত রেডিয়াস/লেন্থ এর প্যালিন্ড্রোম বানানো যায় সেটি দেখবো। ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে, প্রতি পজিশন কে সেন্টার ধরে বাইনারী সার্চ চালালেই আমরা সর্বোচ্চ দুইপাশে কতটুকু বর্ধিত করা যায় সেটি পেয়ে যাবো। 

৫) সকল পজিশন থেকে পাওয়া এন্সারগুলোর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাটাই হবে আউটুপুট। 


কোডঃ 

Comments

Trending Post

At Coder Educational DP-A | DP Series(Episode-1)

DP Optimization (Part-1) | DP Series(Episode-15)