Light OJ - 1185 - Escape - Tutorial

Topic Of This Problem: DFS or BFS
Problem Description: here

১) প্রব্লেম ডেসক্রিপশন অনুযায়ী প্রতিটি নোডের সর্বোচ্চ দুইটা অবস্থা থাকতে পারে। 
-> এই নোডে তারা উভয়েই এককভাবে দৌড়ে প্রবেশ করবে। 
-> হানজো অন্যজনকে ক্যারি করে প্রবেশ করবে। 

২) টেস্ট কেসে সাইকেল থাকলে একই নোডে একবার তারা প্রথম স্টেট অনুযায়ী প্রবেশ করে তো অন্যবার ২য় স্টেট অনুযায়ী প্রবেশ করতেও পারে। 

৩) এখন আমরা DFS চালিয়ে বর্তমান নোডে আমি যেই অবস্থায় প্রবেশ করেছি, তার এডজাসেন্ট নোডগুলোতে তার ঠিক উলটো অবস্থায় প্রবেশ করার চেষ্টা করবো যদি না এই উলটো অবস্থায় অলরেডি ওই এডজাসেন্ট নোডে প্রবেশ করে না থাকি। 

৪) সবশেষে হিসেব করবো যে স্টেট-২ এর জন্য কয়টি নোড ভিসিট করা হয়েছে।

ডিএফএস সম্পর্কে জানতে ক্লিক করুন 

বিএফএস সম্পর্কে জানতে ক্লিক করুন

Comments

Trending Post

At Coder Educational DP-A | DP Series(Episode-1)

At Coder Educational DP-B | DP Series(Episode-2)